শামসুজ্জামান প্রিন্স(পাবনা প্রতিনিধি) বিজয়ের ৫৩ বছরপূর্তি তে ওসাকা’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালন হয়।
দিবসটি উপলক্ষ্যে সরকারের সহযোগী সংস্থা হিসাবে স্বেচ্ছাসেবী সংস্থা ‘অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা)’ বিভিন্ন কর্মসূচি পালন করছে। ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, যাঁদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেইসব বীর শহিদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, বিজয় র্যালি, শিশু-কিশোরদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। কবি মজিদ মাহমুদ প্রতিষ্ঠিত ওসাকা, বৌটুবানী পাঠশালা ও কেরামত আলী বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচিসমূহ পালন করা হয়।
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে প্রধান কার্যালয়সহ, ওসাকা পরিচালিত বৌটুবানী পাঠশালা, কেরামত আলী বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন। এছাড়া Webinar, Social Media-এর মাধ্যমে মহান বিজয় দিবসের প্রচার-প্রচারণা করা হয়।