বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার বিকালে ঈশ্বরদী সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পিজিসিবি একাদশ কে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। পরে জয়-পরাজয় নিশ্চিত করতে খেলা টায়ব্রেকার গড়ায়। খেলা পরিচালনা করেন মেহেরপুর থেকে আগত রেফারী সাজেদুর রহমান স্বজল, তার সহযোগী রিপন আহমেদ ও জয়। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়নের ১৫ নম্বর খেলোয়াড় রাসেলকে দশ হাজার টাকা প্রাইজ মানি প্রাদান করেন গোপাল সুপার মার্কেটের স্বত্বাধিকারী আশিকুর রহমান নান্নু ও সর্বোচ্চ গোলদাতা হন পিজিসিবি দলের ৯ নম্বর জার্সি পরিহিত ইমনকে দশ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করেন বাপ্পী ডেইরী ফার্মের মালিক বিষ্টু সরকার। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান। এ সময় বিএনপি নেতা আতাউর রহমান পাতা, যুবদল নেতা আক্তার হোসেন নিফা সাবেক খেলোয়াড়সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে লটারীর ড্র অনুষ্ঠিত হয়। লটারীতে প্রথম পুরস্কার এ্যান্ড্রোয়েড ফোন জিতে নেন পিয়ারাখালী এলাকার ফরিদ। টুর্নামেন্টে শাতিল আলী খাঁন সভাপতি ও আরিফ হোসেন সম্পাদকের দায়ীত্ব পালন করেন। তাদের সহযোগীতা করেন তরুণ, যুবক ও কিশোররা। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।