বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নাহিদ (২০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী- পাবনা মহাসড়কের কালিকাপুর পাবনা সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়া বাড়ি গ্রামের সুমন প্রামাণিক এর ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, দাশুড়িয়া থেকে ট্রাকটি পাবনা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে এ সময় অপরদিকে থেকে আসা ভ্যানটিকে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক নাহিদের মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে। এ বিষয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।