1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

উৎসব মুখোর পরিবেশে ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীর সকল কিন্ডার গার্টেন স্কুলের সর্ববৃহৎ সংগঠন ‘ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন’ এর বৃত্তি পরীক্ষা শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ও বিকাল শিফ্টে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুত্রে জানা গেছে, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে সর্ববৃহৎ এই পরীক্ষা ২০০২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। ঈশ্বরদী উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭৮ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদত হোসেন খাঁন, একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল হক শাহীন, ঈশ্বরদী প্রেসকাবের ভারপ্রাপ্ত  সভাপতি আব্দুল মান্নান টিপু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক ওহেদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার মোঃ শরিফুজ্জামান শরিফ ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ওহিদুল ইসলাম সোহেল, বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, চ্যানেল এস এর পাবনা পশ্চিম প্রতিনিধি বায়েজিদ বোস্তামী পলাশ, আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি এম আর রাসেল, এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি মাহাফুজুর রহমান, দৈনিক যায়যায়দিনের ঈশ্বরদী প্রতিনিধি খালেদ মাহামুদ সুজন, সাংবাদিক গোপাল অধিকারী ও সাংবাদিক জিল্লুর রহমান জীবন প্রমূখ। আমন্ত্রিত সকল অতিথিবৃন্দই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোশ প্রকাশ করেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান। পরীক্ষাটি সমন্বয় করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।

ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান জানান, পূর্বের ধারাবাহিকতায় এই বছরও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারীভাবে প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা না থাকায় এবার এই বৃত্তি পরীক্ষাটি বেশ গুরুত্ব বহন করছে।

এজন্য সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধাবিকাশে এই পরীক্ষা যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বিগত সময়ের মত বৃহৎ পরিসরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা প্রদান করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত