বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিচ ইয়াবাসহ মুন্নাফ হোসেন মুন্না (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদী। আজ (৩ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলার মুলাডুলী থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না মুলাডুলী রেল স্টেশন এলাকার মৃত খলিল ফকিরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার খ সার্কেল ঈশ্বরদী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদকবিরোধী রেডিং টিম নিয়ে ঈশ্বরদী থানার মুলাডুলি বাজারের রাস্তার উপর থেকে আসামী মুন্নাফ হোসেন ওরফে মুন্নাকে আটক করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে হেরোইন ৬ গ্রাম ও ইয়াবা ৫০ পিস উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।