বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীর দুই কৃতি সন্তান ডাঃ মনিরুজ্জামান ও ডাঃ ওয়াহেদুজ্জামান এই দুই সহোদর ঈদুল আজহার দ্বিতীয় দিনে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের কলেজ ভবনে মঙ্গলবার সকালে নাক, কান, গলা বিষয়ে স্বাস্থ সেবা প্রদান করেন। ডাঃ মনিরুজ্জামান নাক, কান, গলা বিষয়ে ইএনটি কনসালটেন্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা, ও ডাঃ ওহেদুজ্জামান একই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তারা সরকারি সাড়াঁ মাড়োয়ারী স্কুলের ছাত্র ও স্কুলপাড়ার অধিবাসী বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোস্তাফিজুর রহমান পুত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল ইসলাম। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার দ্বয়ের গর্বিত পিতা বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সাবেক ফুটবলার ও ব্যবসায়ী আলহাজ্ব সরওয়ার হোসেন মুনু, সাবেক ফুটবলার কোরবান আলী সন্টু, সাংবাদিক ওহেদুজ্জামান টিপু, ক্রিয়া সংগঠক জাফরুল ইসলাম রতন। সঞ্চালনায় ছিলেন শিক্ষক নওশাদ আলী। স্কুলপাড়া সৌখিন ক্রিড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী এ স্বাস্থ সেবার আয়োজন করে।
সকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত প্রায় ২ শতাধিক রুগী নাক, কান, গলা বিষয়ে স্বাস্থসেবা গ্রহন করে।