1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু গ্রেফতার আগামী ৩ দিন বৃষ্টি হতে পারে — আবহাওয়া অফিস ঈশ্বরদীর দাশুড়িয়ায় আব্দুল হামিদ জিন্নাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে ব্যাপক আয়োজনে কারামুক্ত বিএনপির ৩০ নেতার গণ সংবর্ধনা প্রদান তারেক রহমানের জন্য জীবনও দেওয়া যায়– জাকির হোসেন জুয়েল কিয়ামত পর্যন্ত ঈশ্বরদীতে আওয়ামীলীগের রাজনীতি বন্ধ– হাবিব দায়রা জজ পদোন্মতি পেলেন মহাম্মদ আলী আহসান কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ঈশ্বরদী বিএনপির নেতারা ঈশ্বরদী যুবলীগ সভাপতি তমাল গ্রেফতার

পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি অস্ত্র তৈরির কারখানার সন্ধান

বীর বাংলা ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৬৫ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে পুলিশ সোমবার, (০৮ মার্চ) দুপুরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে।

এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ওই কারখানায় তৈরি একটি পিস্তল ও দুটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে। এ ছাড়া কারখানা থেকে প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম ও নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে গোপনে অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে জেলা গোয়ন্দা পুলিশ খবর পায়।

পরে কয়েক দিনের পর্যবেক্ষণে গোয়েন্দা পুলিশ কারখানাটি শনাক্ত করতে পারে।
পুলিশ জানতে পারে নাটিয়াবাড়ির ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি দ্বিতল ভবনের আন্ডার গ্রাউন্ডে রয়েছে ওই অস্ত্র তৈরির কারখানা।
সোমবার দুপুর দুটার দিকে পুলিশ ভবনটিকে ঘিরে ফেলে সেখানে অভিযান চালায়।

এ সময় সেখানে পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে পুলিশ সেখানে সদ্য নির্মাণ করা দুটি ওয়ান শ্যুটার গানসহ অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম পায়।

এ সময় সেখান থেকে উপজেলার রাকশা গ্রামের মো. মিঠু (৪৩) ও রাজনারায়ণপুর গ্রামের আব্দুল্লাহ আল সিয়াম (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করে।

পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ রাকশা গ্রামের একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে একটি পিস্তল উদ্ধার করে। উদ্ধার করা পিস্তলটি ওই কারখানাতেই তৈরি করা হয়েছিল বলে পুলিশ জানায়।

এ ছাড়া কারখানা থেকে প্রচুর অজ্ঞাত ট্যাবলেট ও রাসায়নিক উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনার পর থেকে ওই ভবনের মালিক মো. আলম খাঁ পলাতক রয়েছেন।

অভিযানের পর এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) বলেন, ‘আমাদের এই অভিযান এখানেই শেষ হয়েছে তা বলা যাবে না।

গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

আর উদ্ধার করা রাসায়নিক ও ট্যাবলেট জাতীয় দ্রব্য থেকে ভেজাল বা নকল কোনো ওষুধ তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত