ঈশ্বরদীর কৃতি সন্তান বাংলা একাডেমির পুরস্কারে ভূষিত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শহিদুল ইসলামের ৮৫ তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীপ্রেসক্লাবের শনিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
এ উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ফুল দিকে দেশ বরেণ্য এই লেখককে অভিনন্দন জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক উদয়নাথ লাহেড়ী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, পিএম আজাদ, সিরাজ উদ্দীন বিশ্বাস, সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহীন, সাংবাদিক সেলিম সরদার প্রমুখ। অনুষ্ঠানে বিচারক সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম আবুল বাসার, আব্দুল মান্নান টিপু, অধ্যাপক শহিদুল ইসলামের সহধর্মিণী, ছেলে- মেয়ে, বোন, নাতী, প্রেসক্লাবের সহ- সাধারন সম্পাদক শফিউল আলম বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন
পরে সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন মানিক মন্ডল, পাপ্পু, আব্দুস সাত্তার, রাইসাসহ সংগীত শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ- সভাপতি মাহবুবুল হক দুদু ও সাধারন সম্পাদক আব্দুল বাতেন।