1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
শনিবার, ২২ জুন ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

মহীয়সী’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

 

বীর বাংলা নিউজঃ

শামসুজ্জামান প্রিন্স (পাবনা প্রতিনিধি)ঃ  শুক্রবার  (২৬ জানুয়ারি) দিনব্যাপী কবি ও কবিতার সংগঠন ‘মহীয়সী সাহিত্য পাঠচক্র দিনব্যাপী ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম কবিতা উৎসব ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের  চর নিকেতনে আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দর রহিম পাকন, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেহানা সুলতানা শিল্পী।

অনুষ্ঠানে বক্তব্য দেন কবি কথা হাসনাত, বিভিন্ন পর্বে সম্মানিত অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বাংলা বিভাগের অধ্যাপক ড. আবদুল মজিদ, কবি ও গল্পকার আখতার জামান, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও গবেষক ড. মনছুর আলম, কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তফা আহমেদ কিরণ, সহ-সভাপতি খোন্দকার মাহবুবুর হক দুদু, কবি মুশতারী বেগম, কবি দেওয়ান বাদল, কবি শিবলী মোকতাদির, কবি ও সংগঠক ইসলাম রফিক, কবি মামুন রশীদ, কবি আবদুর রাজ্জাক, কবি মুস্তাফা মামুন, কবি এনামুল হক টগর।

কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি রাজিয়া সুলতানা, কবি পারভীন শাহনাজ, কবি আলমগীর কবির হৃদয়, সৈয়দা জহুরা ইরা, কবি আফরোজা পারভীন, কবি মঞ্জুরল ইসলাম, কবি শামীম সীমা, কবি বায়েজিদ চাষা, কবি মমতাজ রোজ কলি, কবি বিজুরী ইসলাম, কবি মরিয়ম বেলারুশী, কবি এস এম রাজা, কবি ইমাম মেহেদী, কবি অশ্রু সাগর আনোয়ার, কবি সাহানা আক্তার বানু, কবি বেগম ফিরোজা খান, কবি সাইদা আক্তার কল্পনা, কবি মোল্লা আলী আছগার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত