1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

ঈশ্বরদী প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

যথা যোগ্য মর্যাদায় ঈশ্বরদী প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় ও সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ঈছাহাক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, শিক্ষাবিদ উদয় লাহেড়ী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, নজরুল ইসলাম মিন্টু, সিরাজ উদ্দীন বিশ্বাস, এমদাদুল হক, ঈশ্বরদী সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন, মাহজেবিন শিরিন পিয়া, সাংবাদিক মাহাবুবুল হক দুদু প্রমূখ।

এর আগে ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন বদ্ধভুমিতে আলো সমাবেশে অংশ নেয় আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্বরণে দাঁড়িয়ে নিরাবতা পালন করা হয়।

আলোচনা সভা বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয়ের আগে ১৪ ডিসেম্বর দেশীয় রাজাকার, আলবদর, আলসামসের সহযোগীতায় পাকিস্তানি হানাদার বাহিনী সুপরিকল্পিত ভাবে সহস্রাধিক সাংবাদিক, শিক্ষক, গবেষক, ডাক্তার, সংস্কৃতিকর্মীসহ বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করে। জাতীকে মেধাশূন্য করতেই তারা এই হত্যাকান্ড চালায়।

সেই সকল শহীদদের শ্রদ্ধা জানাতে জাতী প্রতি বছর ১৪ ডিসেম্বর দিবসটি শ্রদ্ধার ভরে স্বরণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত