1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

স্কুলের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষে স্কুল থেকে বের হলে সহপাঠীর সিয়াম সরদার (১৫) এর ছুরিকাঘাতে সিফাত হোসেন সিয়াম (১৫) নামে দশম শ্রেণীর ছাত্র আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজর পিছনে কামিনী হাসপাতালের পাশের শিশু বাগানে এ ঘটনা ঘটে। আহত সিফাত ঈশ্বরদী আলোবাগ এলাকার তপন সরদারের ছেলে।হামলাকারী সিয়াম ঈশ্বরদী সাঁড়া গোপালপুর এলাকার বাবু সরদারের ছেলে। আহত ও হামলাকারী উভয়ে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র।

সিফাতের সহপাঠী আবির জানান, বেশ কিছুদিন যাবৎ সিফাতের সাথে সিয়ামের ঝগড়া ঝাটি চলে আসছিল। তারই রেশ ধরে আজ সকালে আমরা প্রাক নির্বাচনী ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা শেষে স্কুল থেকে বের হয়ে বাড়ী যাওয়ার পথে স্কুলের পিছনে আগের থেকে ওঁত পেতে থাকা সিয়াম সরদার, আরাফাত সিয়াম (২) নিরব, নিহাল পরিকল্পিত ভাবে ঝগড়া শুরু করে। এরই এক পর্যায়ে সিয়াম সরদার চাকু বের করে সিফাতের শরীরের পিছন দিকে একাধিক আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এরপর আমরা সিফাতকে উদ্ধার করে পাশের কামিনী হাসপাতালে চিকিৎসার নিয়ে যায়।

কামিনী হাসপাতালের স্বাস্থ্য সহকারী মিজান জানান, সিফাতের উরুতে ৩ টি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সেখানে ৭ টি সেলাই দেওয়া হয়েছে। ক্ষত গুলো গভীর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন।

ঘটনা প্রসঙ্গে ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন বলেন, আমি অফিসিয়াল কাজে ঢাকায় আছি। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। ঘটনা শুনে শিক্ষকদের ঘটনাস্থলে পঠিয়েছি। আহতের পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানিয়েছি।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বন্ধুদের মধ্যে গন্ডগোলের সুত্র ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী মামলা করতে চাইলে গ্রহন করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত