1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

আগামী ২৮ নভেম্বর ঈশ্বরদী ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন

বীর বাংলা নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে
আগামী  ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ঈশ্বরদী উপজেলা ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ঘোষিত তফসিল  অনুযায়ী ২ নভেম্বর  মনোনয়নপত্র জমা,৪ নভেম্বর  যাচাই-বাছাই, ১১ নভেম্বর প্রত্যাহারের তারিখ নির্ধারিত হয়েছে। কমিশন (ইসি) এবার দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর সারাদেশের এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
 বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্ব। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।  তৃতীয় ধাপের এক হাজারের অধিক ইউপির ভোটগ্রহণ করা হবে। তার মধ্যে রয়েছে ঈশ্বরদীর ৭ টি ইউনিয়ন পরিষদ। 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত